বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার দ্রুত নির্মাণের দাবীতে ও কার্যকর পদক্ষেপ গ্রহণে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বরাবর স্মারকলিপিটি প্রদান করে বগুড়া পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র স্থাপন বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। স্মরকলিপিটি গ্রহণ করে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন।
বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে গড়া বগুড়া পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র স্থাপন বাস্তবায়ন পরিষদ থেকে প্রদান করা স্মারকলিপিতে বলা হয়, বগুড়ায় ১৯৭৮ সালে স্থানীয় কারুশিল্পীর গড়ে তোলা বিশাল আকৃতির শহীদ স্মৃতি স্তম্ভটিই ছিলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একমাত্র নিদর্শন। বীর মুক্তিযোদ্ধা আমিনুল করিম দুলালের তৈরি 'অ-আ-ক-খ' খচিত বিশাল আকৃতির শহীদ স্মৃতি স্তম্ভের বেদিটিই ছিলো বগুড়ার সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক নানা আয়োজনের কেন্দ্র। একুশে ফেব্রুয়ারি ছাড়াও বিশেষ দিবসগুলোতে শ্রদ্ধা-ভালোবাসায় এখানে যোগ হতো ভিন্ন মাত্রা। ২০০৫ সালে জনমত উপেক্ষা করে সেই স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে ফেলে একটি স্থাপনা গড়ে তোলা হয় যাতে কোনভাবেই মহান ভাষা আন্দোলন কিংবা এই বাঙালী জাতিস্বত্বার স্বাধিকার-সংগ্রাম বা সংস্কৃতির প্রতিফলন ঘটে নি এবং বর্তমানে সেটি শ্রীহীন হয়ে পড়েছে। সে কারণে শহরের পৌর শহীদ খোকন পার্কের সীমানায় গড়ে তোলা স্থাপনাটি ভেঙে পুরোনো স্মৃতিস্তম্ভ না হলেও অন্তত কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটি শহীদ মিনার নির্মাণের দাবি ছিল বগুড়াবাসির।
বগুড়াবাসীর দীর্ঘ দেড় যুগের আন্দোলনের পর চলতি অর্থবছরে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু'র সদয় প্রচেষ্টায় এই শহীদ মিনার পুনঃনির্মাণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু বাজেট বরাদ্দ পাওয়ার পর সেই অর্থ ছাড় হয়ে আসার পরও এবং বগুড়া জেলা পরিষদের তত্ত্বাবধানে এই শহীদ মিনার পুনঃনির্মিত হবার কথা থাকলেও অজানা কারণে এ সংক্রান্ত কোন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে না। যদি কোন জটিলতা থেকে থাকে তাহলে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত জেলা উন্নয়ন সভায় এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত এবং মূল্যবান দিকনির্দেশনা দিয়ে আগামী বিজয় দিবসের আগেই কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে বগুড়া জেলায় শহীদ মিনারটি পুনঃনির্মাণ করা হোক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র স্থাপন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহমুদুস সোবহান মিন্নু, উপদেষ্টা আমিনুল ফরিদ, উদীচী বগুড়ার সাবেক সভাপতি ফিজু চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু সাঈদ সিদ্দিকী, কবি ও সাংবাদিক এইচ আলিম, সদস্য সচিব হাসিবুল হাসান মুন, কণ্ঠশিল্পী আব্দুল আউয়াল, কণ্ঠশিল্পী জাহাঙ্গীর মাহমুদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আবৃত্তি শিল্পী মাসুকুর রহমান, কণ্ঠশিল্পী গোলাম রব্বানী, অভিনেতা টুটুল, সাংবাদিক বিধান চন্দ্র সিংহ, তবলা বাদক বিমল কবিরাজ ও মিজানুর রহমান মিঠু, কণ্ঠশিল্পী ওবায়দুর রহমানসহ বগুড়া পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র স্থাপন বাস্তবায়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন