শেরপুরে ভিজিএফের চালের বদলে টাকা দেওয়ার অভিযোগ | Daily Chandni Bazar শেরপুরে ভিজিএফের চালের বদলে টাকা দেওয়ার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ২১:৩৪
শেরপুরে ভিজিএফের চালের বদলে টাকা দেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক

শেরপুরে ভিজিএফের চালের বদলে টাকা দেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুর পৌরসভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চালের পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জুন) পৌরসভা চত্তরে এই অভিযোগ করেন কার্ডধারীরা। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুখ ফয়সাল সোহাগের নির্দেশে ১০ কেজি চালের পরিবর্তে ১৫০ টাকা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উপকারভোগী কার্ডধারী শ্রী সুজন জানান, চালের জন্য পৌরসভায় আসলাম। সোহাগ কাউন্সিলরের লোক পার্কের মধ্যে আমার ২টি কার্ডের বদলে হাতে ৩০০ টাকা ধরিয়ে দিলো। সেখানে সোহাগ কাউন্সিলরও ছিলো। এসময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বেশিরভাগ কার্ডধারীই চালের বদলে ১৫০ টাকা নিয়ে বিদায় হয়েছে।
পৌর চত্তরে উপকারভোগী আলেয়া বেগম, মরজিনা বেগম, খোদেজা বেগম, বেদেনা বেগম সহ বেশ কয়েকজন জানান, আমরা তো চাউল বিক্রি করি না, নিজেরাই খাই। সোহাগ কাউন্সিলর বলছে চালের বদলে ১৫০ টাকা নিতে হবে। আর ঈদের দিন বাড়িতে গরুর মাংস পৌঁছে দেওয়া হবে।
চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা (উপ-সহকারি কৃষি অফিসার) মো: রুবেল উপস্থিত না থাকায় মুঠোফোনে জানান, আমি বিতরণ শুরু করে দিয়ে চলে এসেছি। এমন ঘটনা আমার জানা নেই। তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলি জাানান, শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ টি কার্ডের বিপরীতে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ফারুক ফয়সাল সোহাগ চাঁদনী বাজার কে জানান, চাল দেওয়া হয়েছে। তবে বিতরণের শেষের দিকে ফুরিয়ে যাওয়ায় দুই/চার জনকে দেওয়া সম্ভব হয়নি। তবে ১৫০ টাকা দেওয়া বিষয়ে অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা জানান, এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলব।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা চাঁদনী বাজার কে বলেন, এ বিষয়ে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন