
বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন মোফা(৩২) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত মোফা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলোহালী (খামারগাড়ী) গ্রামের মুনছুর আলীর ছেলে। গত ৩জুলাই সোমবার সকাল পৌনে ৮টার সময় বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে নওগাঁ হতে বগুড়া অভিমুখী একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১১-২৬০৫) চৌমুহনী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ভটভটির মুখোমুখী হয়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চৌমুহনী-চাঁপাপুর রাস্তার দিকে ঢুকে যায়। এসময় বাসটি স্ট্যান্ডে ভ্যানে বসে থাকা মোফাজ্জলকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক মোফাজ্জল ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। এসময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাস চালককে আটক করে থানায় সোপর্দ করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন