যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, হামলাকারী আটক | Daily Chandni Bazar যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, হামলাকারী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুলাই, ২০২৩ ১১:২২
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, হামলাকারী আটক
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার ফিলাডেলফিয়া শহরে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে সন্দেভাজন হামলাকারীকে আটক করে পুলিশ।

তবে সন্দেভাজন হামলাকারীকে আটক করা হলেও, তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানায়নি পুলিশ।

ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের এক মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ইমেইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দুক হামলায় একাধিক মানুষ হতাহত হয়েছেন। এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া এখন সম্ভব নয়। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন