তিনদিনের সফরে কলকাতায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে মিলনমেলা প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মার্টিনেজ যান ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবে। সেখানে ভক্ত-দর্শকদের একগুচ্ছ স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এ আর্জেন্টাইন তারকা।
এদিন মোহনবাগান ক্লাবে পেলে, ম্যারাডোনা, সোবার্সের নামাঙ্কিত প্রবেশদ্বার উদ্বোধন করেন এমি। এরপর কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী দুই দলের অধিনায়কদের হাতে জার্সি তুলে দেন তিনি।
ভারতের জাতীয় পতাকা হাতে মোহনবাগান ক্লাবের মাঠ প্রদক্ষিণ করেন মার্টিনেজ। এসময় ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। উপহারস্বরূপ গ্যালারির দিকে ফুটবলও ছুড়ে দেন তিনি।
মাঠে গোলপোস্টে দাঁড়িয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েলের মারা ফুটবলের শট মজা করে ছেড়ে দিতে দেখা যায় মার্টিনেজকে। উৎসবমুখর পরিবেশে এভাবেই দর্শকদের মাতিয়ে রেখেছিলেন বিশ্বজয়ী গোলরক্ষক।
কাতার বিশ্বকাপের স্মৃতি এখনো তরতাজা এই আর্জেন্টাইন তারকার মনে। মঙ্গলবার সেই স্মৃতি ভাগ করে নেন কলকাতাবাসীর সঙ্গে।
এমিলিয়ানো মার্টিনেজ বলেন, আমার জীবনের গল্প সত্যিই কঠিন। স্বপ্ন ছিল দেশের জন্য খেলবো। আমরা বিশ্বকাপ, কোপা আমেরিকা জিতেছি। আশা করছি পরবর্তী কোপা আমেরিকাও জিতবো।
এরপর ভক্তদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নির্দ্বিধায় বলেন, লিওনেল মেসি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।
বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর পর মার্টিনেজকে জড়িয়ে ধরে মেসি কী বলেছিলেন মেসি? জবাবে এমি বলেন, মেসি এসে বলে, তুমি আগেও আমাদের জিতিয়েছো, আবার জেতালে। তোমাকে ধন্যবাদ।
এই বিশ্বকাপ মেসির জন্যই জিততে চেয়েছিলেন বলে জানান মার্টিনেজ। তার বিশ্বাস, পরবর্তী বিশ্বকাপ জেতারও ক্ষমতা রয়েছে আর্জেন্টিনা দলের।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন