বগুড়া সদরে অজ্ঞাত এক যুবক (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে । বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ি দক্ষিণপাড়ার আম বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, সকালের দিকে অজ্ঞাত এক যুবকের লাশ আম বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন৷ ওই ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি কেউ হত্যা করে রেখে গেছে বিষয়টি ময়নাতদন্ত শেষে জানা যাবে।
তিনি আরও জানান, এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি । পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন