বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজজ্বরে ভুগছে পুরো কলকাতা। পশ্চিমবঙ্গে দুদিনের সফরে কলকাতাবাসী ভালোবাসা উপভোগ করছেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার যেখানেই তিনি গেছেন সেখানেই দেখা গেছে তার ভক্তদের উন্মাদনা। এমিকে একবার ছুঁয়ে দেখা ছাড়াও স্বপ্নের তারকাকে মুঠোফোনে বন্দি করে রাখার হিড়িক পড়েছিল।
বুধবার (৫ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী কলকাতার শ্রীভূমি ক্লাবে পৌঁছান মার্টিনেজ। সেখানেও তাকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাডোনার মূর্তিতে শ্রদ্ধা জানান মার্টিনেজ। পরে পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে শ্রীভূমি ক্লাবের মাঠে যান তিনি। মাঠে যাওয়ার পথে ভক্তদের আবদার মেটান। শ্রীভূমি ক্লাবের মঞ্চে বসে বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে স্পষ্ট বাংলায় মার্টিনেজ বলেন, ‘অসাধারণ’।
বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সংবর্ধনা দিয়েছে শ্রীভূমি ক্লাব। তার হাতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু গোল্ডেন গ্লাভস তুলে দেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস নেওয়ার সময় বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। এবারও কলকাতার শ্রীভূমি ক্লাবে গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে ঠিক একই রকম অঙ্গভঙ্গি করেন। সেটা দেখে মাঠে উপস্থিত তার ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
শ্রীভূমি ক্লাবের পর এমিকে সন্তোষ মিত্র স্কয়ারে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সাদা হুটখোলা গাড়িতে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে কলকাতা শহরে ঘোরানো হয় এই ফুটবল তারকাকে। সারাদিনের কর্মসূচি থাকার পরও এই ফুটবল তারকার চোখে মুখে কোনো ক্লান্তি ছিল না। বরং কলকাতা সফরে এসে সবকিছু বেশ উপভোগ করছেন তিনি।
বুধবার (৫ জুলাই) কলকাতাবাসীর তাকে দেখার শেষ দিন ছিল। বৃহস্পতিবার (৬ জুলাই) কলকাতার মায়া কাটিয়ে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন