বগুড়ায় থিয়েটার আইডিয়ার বর্ষামঙ্গল পালন | Daily Chandni Bazar বগুড়ায় থিয়েটার আইডিয়ার বর্ষামঙ্গল পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৩ ২১:৪৪
বগুড়ায় থিয়েটার আইডিয়ার বর্ষামঙ্গল পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় থিয়েটার আইডিয়ার
বর্ষামঙ্গল পালন

বগুড়ায় থিয়েটার আইডিয়ার আয়োজনে বর্ষাকে ঘিরে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করে। বগুড়া জেলা শহরের পৌর অনুষ্ঠিত বর্ষা মঙ্গল অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শাজাহান আলম রিপন। শুক্রবার বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সহ সভাপতি এ বি এম জিয়াউল হক বাবলা, পাঠকপণ্য পাঠশালা বগুড়ার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, সংশপ্তক থিয়েটার বগুড়ার সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। নানা রঙে বর্ণে বর্ণিল প্রকৃতি। আর সেই প্রকৃতির সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে থিয়েটার আইডিয়া আযোজন করে এই বর্ষা মঙ্গল। অনুষ্ঠানে শিশুরা বর্ষার গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশ করে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন