বগুড়া সিয়েস্তা হোটেল অল্পবয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নিত্য ও দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন | Daily Chandni Bazar বগুড়া সিয়েস্তা হোটেল অল্পবয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নিত্য ও দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৩ ২২:০৯
বগুড়া সিয়েস্তা হোটেল অল্পবয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নিত্য ও দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ

বগুড়া সিয়েস্তা হোটেল অল্পবয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নিত্য ও দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন

বগুড়া সিয়েস্তা হোটেল ডিজে প্রোগ্রামের নামে গ্রাম গঞ্জের অল্পবয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নিত্য ও দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন করে,বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা নেতারা। গত ১০ই জুলাই রবিবার সকাল আনুঃ ১১টার সময় বগুড়া শহরের প্রাণ সাতমাথা এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন শাজাহানপুর থানার বনানী থেকে ফুলতলা এলাকার মাঝামাঝি জায়গায় ফুলদিঘী এলাকায় হোটেল সিয়েস্তা নামক তিন তারকা এই হোটেলে বেশ কিছু দিন ধরে ডিজে প্রোগ্রামের নামে অল্পবয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নিত্য ও দেহ ব্যাবসা চালিয়ে আসছে। আমরা চাই এই দেহ ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি আরমান হোসেন ডলার,রায়হান হোসেন,মিলন রহমানসহ আরো অন্যান্য প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন