মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা | Daily Chandni Bazar মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৩ ০০:০৩
মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা

নওগাঁর মান্দায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে ১৬ বিঘার জমির অন্তত ৬০ হাজার টাকা মূল্যের একটি খড়ের পালা। সোমবার গভীররাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাতের অন্ধকারে আগুন দিয়ে আমাদের খড়ের পালা পুড়িয়ে দিয়েছে। ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।’
স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে সেফালিদের খড়ের পালায় আগুন লাগার বিষয়টি জানতে পারি। পরে আশপাশের লোকজনদের সহায়তায় সাবমারসিবল পাম্প থেকে পানি দিয়ে আগুন নেভানো হয়েছে। এসময় তাঁদের বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সেটি খুলে দেওয়ার পর বাড়ির লোকজন বাইরে বের হন।’ 
ভুক্তভোগী সেফালি বেগম বলেন, প্রতিবেশি ইসরাইল হোসেন গংদের সঙ্গে খতিয়ানভূক্ত জমি নিয়ে দীঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল। গত ১১ জুন আমাদের দখলে থাকা জমিতে লাগানো গাছ কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হন। ঘটনায় আমি বাদি হয়ে প্রতিপক্ষের ৫জনের বিরুদ্ধে থানায় মামলা করি। প্রতিপক্ষরাও নওগাঁ আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করে।’
সেফালি বেগম অভিযোগ করে বলেন, মামলার পর থেকে প্রতিপক্ষরা বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছিল। জের ধরে সোমবার গভীররাতে বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন দিয়ে খড়ের পালা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনার জানার পর পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন