নামুজায় সরকারিভাবে নিষিদ্ধ ১৩শ' পিরানহা মাছ উদ্ধার! | Daily Chandni Bazar নামুজায় সরকারিভাবে নিষিদ্ধ ১৩শ' পিরানহা মাছ উদ্ধার! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৩ ২২:৪৮
নামুজায় সরকারিভাবে নিষিদ্ধ ১৩শ' পিরানহা মাছ উদ্ধার!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজায় সরকারিভাবে নিষিদ্ধ ১৩শ' পিরানহা মাছ উদ্ধার!

গতকাল বুধবার দুপুরে বগুড়া সদরের নামুজা ধর্মপুর গ্রামে সরকারিভাবে নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করে ভ্রাম্যামান আদালত। 

জানা যায়, নামুজা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত্যু ভুলুর পুত্র শ্রী রাজেন্দ্র তার নিজস্ব পুকুরে সরকারি ভাবে নিষিদ্ধ পিরানহা মাছ গোপনে চাষ করে। 
এ সংবাদ বগুড়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জানাতে পারেন ও রাজেন্দ্র কে মাছগুলো নষ্ট করার পরামর্শ দেন। 
তার কথায় কোন কর্ণপাত না করে মাছ চাষি নিজের খিয়াল খুশি মতো মাছের পরচর্চা করতে থাকে। সরকারি আদেশ অমান্য করায় বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভ্রাম্যমান আদালতে ওই পুকুর থেকে ১৩শ' সরকারি নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করে। 
উদ্ধারকৃত মাছের মধ্যে কিছু মাছ এতিম খানায় বিতরণ করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত মাছের মালিক আত্মগোপন করে ছিল।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন