শপিংমলে আগুন, আতঙ্কে চারতলা থেকে লাফ | Daily Chandni Bazar শপিংমলে আগুন, আতঙ্কে চারতলা থেকে লাফ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৩ ১৬:৪৪
শপিংমলে আগুন, আতঙ্কে চারতলা থেকে লাফ
অনলাইন ডেস্ক

শপিংমলে আগুন, আতঙ্কে চারতলা থেকে লাফ

একটি শপিংমলে আগুন লাগার পর সেখানে ছুটোছুটি শুরু হয়। ভয়-আতঙ্কে প্রাণ বাঁচাতে ওই ভবন থেকে লোকজনকে লাফিয়ে পড়তে দেখা যায়। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডায়। সামাজিক মাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, গ্রেটার নয়ডার গ্যালাক্সি প্লাজা শপিং কমপ্লেক্সে আগুন লাগার পর এক ব্যক্তি ওই ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তাদের ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম গ্রেটার নয়ডার বিষরাখ থানার গ্যালাক্সি প্লাজা শপিং কমপ্লেক্সে আগুন লাগে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগুন লাগার খবর প্রকাশ হতেই শপিংমলে থাকা লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই পরিস্থিতিতে বাঁচার জন্য শপিংমলের ভেতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সে সময়ই কয়েকজনকে শপিংমলের চারতলা থেকে ঝুলে থাকতে দেখা যায়। প্রাণ বাঁচাতে অনেকেই ভবন থেকে ঝাঁপিয়ে পড়েন।

এই ঘটনায় কতজন আহত হয়েছেন বা কারও মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক ভাবে দমকল বাহিনী জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

পুলিশ জানিয়েছে, শপিংমল থেকে লোকজনদের উদ্ধারের কাজ চলছে। তাদের নিরাপদে বের করে আনার জন্য কাজ শুরু হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন