গণপরিবহনে যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা নিত্যনৈমত্তিক ঘটনা। কখনো কখনো তা হাতাহাতি পর্যন্তও গড়ায়। কিন্তু ট্রেনের মধ্যে একদল নারী একে অপরকে চড়-থাপ্পড় মারছেন, চুল টানছেন, স্যান্ডেল দিয়ে পেটাচ্ছেন- এমন ঘটনা খুব একটা দেখা যায় না। সম্প্রতি ঠিক সেটাই ঘটেছে কলকাতার একটি লোকাল ট্রেনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওতে দেখা যায়, লোকাল ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত একটি কামরায় তুমুল মারামারি চলছে। একদল নারী যে যেভাবে পারছেন একে অপরকে মারছেন। চলছে চিৎকার-চেঁচামেচি। একজন আরেকজনকে কিল-ঘুসি, চড়-থাপ্পড় মারছেন। কেউ স্যান্ডেল তুলে, কেউ হাতপাখা দিয়ে পেটাচ্ছেন। রীতিমতো তুলকালাম অবস্থা ভেতরে।
একপর্যায়ে যে নারী স্যান্ডেল তুলে মারামারি করছিলেন, তাকে ধরে আচ্ছামতো পেটান সবুজ পোশাক পরা আরেক নারী। পিটুনি খেয়ে ওই নারী নিস্তেজ হয়ে পড়লে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে নিজেকে সামলে নিয়ে সেই নারী একটুপরেই পাশে থাকা আরেক নারীকে স্যান্ডেল দিয়ে আঘাত করেন, যা গিয়ে লাগে কাছে দাঁড়িয়ে থাকা এক শিশুর গায়েও।
এসময় আশপাশে থাকা আরও কয়েকজন নারী বসে বসে পুরো ঘটনাটি দেখছিলেন। কেউ কেউ ভিডিও করছিলেন গোটা দৃশ্য।
ঘটনাটি কবে কোন ট্রেনে ঘটেছে তা জানা যায়নি। তবে গত মঙ্গলবার (১১ জুলাই) টুইটারে শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এ পর্যন্ত প্রায় ৭০ হাজারবার ভিডিওটি দেখা হয়েছে। তাতে মন্তব্য করেছেন বহু মানুষ।
একজন লিখেছেন, ক্লিনিক প্লাসের (শ্যাম্পুর ব্র্যান্ড) নতুন বিজ্ঞাপন। আরেকজনের মন্তব্য, ট্রেনের মধ্যে বিনামূল্যে ডব্লিউডব্লিউই (পেশাদার রেসলিং)।
তৃতীয় একজন লিখেছেন, এটা নতুন কিছু নয়। অফিস টাইমে কলকাতার ট্রেনে মানুষ এত হতাশ থাকে যে স্পর্শ করলেও কিছু লোক ক্ষেপে যায়। যে চালাক সে এসব উপেক্ষা করে। কিন্তু যে-ই প্রতিক্রিয়া দেখায়, তখনই এসব শুরু হয়ে যায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন