
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১১:০০
বুড়িগঞ্জে নিজের ঘরের ফ্যান নিজে মেরামত করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে নিজের ঘরের ফ্যান নিজে মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, বুড়িগঞ্জ ইউনিয়নের কামতারা গ্রামের এসকেন্দার আলীর পুত্র রুবেল হোসেন (৩৮) তিন সন্তানের জনক।
গত শনিবার বিকালে নিজের ঘরের ফ্যান নিজেই মেরামত করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মামলা করা হয়েছে বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন