কেন্দ্রীয় ঘোষিত ১৮ তারিখের এক দফা এক দাবী আদায়ের লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত। | Daily Chandni Bazar কেন্দ্রীয় ঘোষিত ১৮ তারিখের এক দফা এক দাবী আদায়ের লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১১:০৮
কেন্দ্রীয় ঘোষিত ১৮ তারিখের এক দফা এক দাবী আদায়ের লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

কেন্দ্রীয় ঘোষিত ১৮ তারিখের এক দফা এক দাবী আদায়ের লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

কেন্দ্রীয় ঘোষিত এক দফা এক দাবী আদায়ের লক্ষ্যে  ১৮ তারিখের বগুড়া জেলার পদযাত্রা সফল করার উদ্দ্যেশ্য রবিবার (১৬ জুলাই) নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম। পৌর বিএনপির সভাপতি আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক কে. এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ গোলাম,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল,গোলাপ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি নবী শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন, যুগ্ম আহবায়ক শাহিন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান (পলিন), সাধারণ সম্পাদক নুরুন্নবী সাংগঠনিক সম্পাদক আলামিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন