
সম্প্রতি ঢাকা সেন্টাল হাসপাতালে চিকিৎসা পরবর্তী সময়ে মাহবুর আক্তার আখি মৃত্যুর ঘটনায় মামলা এবং সারা দেশে একের পর এক চিকিৎসক নিগৃহ গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে এবং নিরাপদ কর্মস্থলের দাবী এবং গ্রেফতারকৃত ডাক্তার মিলি, ডাক্তার মুনা, ডাক্তার শাহজাদীর নি:শর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশের সকল সোসাইটি চিকিৎসকের আয়োজনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়। সমাবেশে জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাক্তার রাবেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. ফিরোজা বানু শিরীন, ডা. মাহাবুর আলম সুমন, ডা. বিপুল সরকার, ডা. এইচ এম ইমরান, ডা. ফয়সাল ফারুক, ডা. ফারাহ্ তাবাস্সুম বর্ণা, ডা. নূর-ই-জান্নাত, ডা. জারিন আনজুম আশা, ডা. আতিকুর রহমান, ডা. জাহেদুর রহমান, ডা. শাহরিয়ার তমাল প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন