
বগুড়ায় সাহিত্যিক, কলামিস্ট, কবি, গল্পকার, নাট্যকর্মী, বাচিকশিল্পী, কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের নিয়ে ঈদ পরবর্তী দ্বিতীয়বারের মতো দিনব্যাপী ‘সাহিত্যের ঈদ আড্ডা’ অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের ম্যাক্স মোটেলে শনিবার ১৫ জুলাই রাতে অনুষ্ঠান টি শেষ হয়। শিশু-কিশোরদের সাহিত্য সংগঠন কুঁড়ি, পাঠকপণ্য পাঠশালা, প্রকাশ শৈলী, বগুড়া শব্দকথন সাহিত্য আসর ও সাহিত্যের ছোটকাগজ এ্যালবাম-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে কবি ও সম্পাদক মনজু রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সম্পাদক মুহম্মদ শহীদুল্লাহ্। এতে বিশেষ অতিথি ছিলেন কবিও সম্পাদক মতিয়ার রহমান, কবি ও সম্পাদক মীর আবদুর রাজ্জাক ও কলামিস্ট এ্যাড. মনতেজার রহমান মন্টু। সাহিত্যের ঈদ আড্ডা উপলক্ষে প্রকাশিত মুখপাত্র “খাম” এর মোড়ক উন্মোচন করা হয়। তারপর ‘সাহিত্যে মুক্তিযুদ্ধ’ বিষয়ের ওপর মূল আলোচকের বক্তব্য রাখেন কবি ও সম্পাদক মীর আবদুর রাজ্জাক। কবিতা আবৃত্তি করেন প্রীতি রানী, এইচ আলিম ও অলক পাল। স্বরচিত কবিতা পাঠ করেন এ্যাড. নূরুল ইসলাম চৌধুরী, রাহমান ওয়াহীদ, ফাতেমা ইয়াসমিন, সাদিয়া আরেফিন, হাবীবা নাসরিন, গুলজার রহমান, মীর্জা ইকবাল বেগ, সাহেব মাহমুদ, আবেদা আশরাফ, মীর এনামুল হক, আজিজার রহমান তাজ, মাহফুল আকতার জাহান, সেলিম রেজা কাজল, রাব্বানী সরকার, শাহান আরা বীনা প্রমুখ। আড্ডায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে তৌফিক হাসান ময়না ও আবু সাইদ সিদ্দিকী, এ্যাড. পলাশ খন্দকার, আব্দুল্লাহ্ হেল কাফি তারা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান প্রমুখ। আড্ডার সমাপনী অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন নির্মল চন্দ্র ও শারমিন নাহার বাবলী এবং নৃত্য পরিবেশন করেন বগুড়া শিশুনাট্যদলের শিশুশিল্পীবৃন্দ। আড্ডায় বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নওগাঁ ও দিনাজপুর থেকে আগত প্রায় অর্ধশতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি ও সম্পাদক জয়ন্ত দেব ও কবি লুবনা জাহান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কুঁড়ি’র সম্পাদক কবি আব্দুল খালেক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন