ধুনটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩ ০০:১২
ধুনটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে ৫ বছরের সাজাপ্রাপ্ত
আসামী গ্রেফতার

বগুড়ার ধুনটে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ওবায়দুর রহমান (৩৪) ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের বাবর আলীর ছেলে।

এবিষয়ে ধুনট থানার এএসআই আব্দুল আজিজ জানান, ওবায়দুর রহমানের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে গত ২৪ মে বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। কিন্তু সাজা ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন