
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭নং তালুককানুপুর ইউনিয়নে গত সোমবার (১৭ জুলাই) উপ-নির্বাচন শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তালুককানুপুর ইউনিয়নে শুধুমাত্র চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৫ মে ২০২৩ইং তারিখে তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার মৃত্যুবরণ করায় উক্ত পদটি শূন্য হওয়ায় পদটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপ-নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ আলম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোস্তফা আশরাফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) নিয়ে আনিসুজ্জামান বিদ্যুৎ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ৩০৫৯৫ জন ভোটারের মধ্যে ২১৮০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ আলম মন্ডল ১১৬৮১ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (আনারস প্রতীক) মোস্তফা আশরাফুল ইসলাম ৯৪৪২ এবং (মোটর সাইকেল প্রতীক) নিয়ে আনিসুজ্জামান বিদ্যুৎ ৪৮১ ভোট পেয়েছেন। অবশিষ্ট ২০১ ভোট বাতিল হয়েছে। নির্বাচনে ৭১.২৭% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
১৩টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলঃ ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ১৮৩ ভোট, আনারস ১৩৯৪ ভোট ও মোটর সাইকেল ১৭ ভোট পেয়েছে। দামোদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ২৪৮ ভোট, আনারস ৬০৮ ভোট ও মোটর সাইকেল ১৩ ভোট পেয়েছে। ছোট নারিচাগাড়ী হাম্মাদিয়া ফাযিল মাদ্রাসা পুরুষ ভোটকেন্দ্রে নৌকা ৮২ ভোট, আনারস ১১৩৩ ভোট ও মোটর সাইকেল ১০২ ভোট পেয়েছে। ছোট নারিচাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে নৌকা ৫৮ ভোট, আনারস ১০৮৪ ভোট ও মোটর সাইকেল ১৩৮ ভোট পেয়েছে। দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ৩৭৫ ভোট, আনারস ১৪২৮ ভোট ও মোটর সাইকেল ৬৫ ভোট পেয়েছে। চকসিংহডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ৩৭৫ ভোট, আনারস ১৪২৮ ভোট ও মোটর সাইকেল ২২ ভোট পেয়েছে। তালুককানুপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ১১১৮ ভোট, আনারস ১২৩৮ ভোট ও মোটর সাইকেল ২০ ভোট পেয়েছে। উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ১৪০৭ ভোট, আনারস ১৩৫ ভোট ও মোটর সাইকেল ১৪ ভোট পেয়েছে। সমসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ১০৯৯ ভোট, আনারস ১২৩ ভোট ও মোটর সাইকেল ৬ ভোট পেয়েছে। তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পুরুষ ভোটকেন্দ্রে নৌকা ৭২১ ভোট, আনারস ৫১৭ ভোট ও মোটর সাইকেল ১৮ ভোট পেয়েছে। তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে নৌকা ৭১০ ভোট, আনারস ৪৮৯ ভোট ও মোটর সাইকেল ১৫ ভোট পেয়েছে। সুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ২৭৭৫ ভোট, আনারস ১১৭ ভোট ও মোটর সাইকেল ৮ ভোট পেয়েছে। মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ২১৩৩ ভোট, আনারস ১৭৩ ভোট ও মোটর সাইকেল ৪৩ ভোট পেয়েছে।