এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ | Daily Chandni Bazar এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩ ১৫:৪৫
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ
অনলাইন ডেস্ক

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ

২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ জুলাই ফলাফল ঘোষণা করা হবে। এদিন ফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

২৮ জুলাই শুক্রবার হলেও ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সুরকার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ মে শেষ হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার অংশ নিয়েছিলেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন