বগুড়ায় পুলিশের রাবার বুলেটে আহত মর্ণিংকে দেখতে বাড়ীতে গেলেন গাবতলী পৌর বিএনপির নেতৃবৃন্দ | Daily Chandni Bazar বগুড়ায় পুলিশের রাবার বুলেটে আহত মর্ণিংকে দেখতে বাড়ীতে গেলেন গাবতলী পৌর বিএনপির নেতৃবৃন্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩ ২২:৪৬
বগুড়ায় পুলিশের রাবার বুলেটে আহত মর্ণিংকে দেখতে বাড়ীতে গেলেন গাবতলী পৌর বিএনপির নেতৃবৃন্দ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় পুলিশের রাবার বুলেটে আহত 
মর্ণিংকে দেখতে বাড়ীতে গেলেন গাবতলী 
পৌর বিএনপির নেতৃবৃন্দ

১৮জুলাইয়ে বগুড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচীতে পুলিশের রাবার বুলেটে আহত গাবতলী পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন বারী মর্ণিংকে দেখতে গতকাল বুধবার তার বাড়ীতে গেলেন পৌর বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, যুবদল নেতা আনোয়ার, তাজুল, সাব্বির, ছনি, বাবু, সৌরভ, ছাত্রদল নেতা আ: আলীম শাওন, আব্দুল গনি, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, আনিছার রহমান, আরিফুর রহমান প্রমুখ। এরআগে ওই একইভাবে আহত গাবতলী পৌরসভাধীন গোরদহ গ্রামে ওয়ার্ড বিএনপি নেতা আ: রহিম ও একই গ্রামের শ্রমিকদল নেতা ইসাহাক আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়ীতে যান পৌর বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন