মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩ ২২:৫২
মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন