শাজাহানপুরে পূর্ব শত্রতার জেরে মারপিট। থানায় অভিযোগ | Daily Chandni Bazar শাজাহানপুরে পূর্ব শত্রতার জেরে মারপিট। থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ০৩:০৪
শাজাহানপুরে পূর্ব শত্রতার জেরে মারপিট। থানায় অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে পূর্ব শত্রতার জেরে
মারপিট। থানায় অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে মোঃ জামাত আলীসহ তার পরিবাকে পূর্ব শত্রতার জেরে মারপিট করেছে । এ ঘটনায় গত মঙ্গলবার ২৫ জুলাই শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার গোহাইল  ইউনিয়নের গোহাইল মাদ্রাসাপাড়া গ্রামের পিতা মৃত মকবুল হোসেনের ছেলে জামাত আলী (৬০)সহ তার পরিবারের  সাথে বিবাদী মোঃ উসমান গনি(৫৫) ও তার ছেলে হাসান(২৭)সহ তার পবিবারের লোকজনের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। ঝগড়ার প্রধান কারণ ছিল বাদী ৬মাস পূর্বে বিবাদী মোঃ হাসানকে একটি অটো রিক্সা কিনে দিয়েছিলেন ভাড়ায় চালানোর জন্য কিন্তু বিবাদী ঠিকমত ভাড়া পরিশোধ করতনা।পরে বাদী অটোরিক্রাটি বিক্রি করে  এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যে ও জগড়ার সৃষ্টি হয়।
সেই পূর্ব শক্রতার  জের ধরে ২৫জুলাই বিকাল অনুমান ৩.৫০ঘটিকার সময় বিবাদীগন বাদীর বাড়ির নিকটে যেয়ে বাঁশের লাঠি, কাটের বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে  বাদী ও তাঁর স্ত্রী পরিবারের লোকজনকে অকত্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি প্রদান করিতে থাকে,বাদী জামাত আলীসহ তার লোকজন তা নিষেধ করিলে এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা বাদী জামাত আলীসহ তার পরিবারের লোকজনকে মারপিট করে এবং বাদীর নিকট থাকা সাত হাজার টাকা,তার ছেলের বউয়ের ৯আনা ওজনের স্বর্নের চেন,বড় মেয়ের গলায় থাকা ১৪ আনা স্বর্নের চেন, একটি কানের দুল জোরপূর্বক সিনিয়ে নেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম করে ও প্রান নাশের হুমকি দেয়। 
এরপরএলাকা বাসীর সহযোগিতায় স্থানীয় হাঁসপাতালে ভর্তি হয়ে চিক্যিসা নেন।
 
এবিষয়ে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন