নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ২৩:৪৫
নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকেলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আ'লীগ নেতা শফি উদ্দিন, মহসিন আলী, স্বপন চন্দ্র মহন্ত, শেখ শামীম, মোতাহার হোসেন, গোলাম মোস্তফা, আনন্দ রায়, মামুনুর রশিদ, সানোয়ার হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, সুজন প্রমানিক, শাজাহান আলী, এফ ফারুক কামাল, বকুল হোসেন, শাহিরুল ইসলাম, মোখলেছুর রহমান, নিকুঞ্জ চন্দ্র, কালীপদ রায়, জুলফিকার আলী, মোজাম্মেল হক, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক শুভ আহমেদ, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, দুলাল হোসেন, জাহিদ হাসান, আবু রায়হান প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন