উড্ডয়নের পরে ইঞ্জিনে ত্রুটি, প্লেনের জরুরি অবতরণ | Daily Chandni Bazar উড্ডয়নের পরে ইঞ্জিনে ত্রুটি, প্লেনের জরুরি অবতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৩ ১৫:৫৯
উড্ডয়নের পরে ইঞ্জিনে ত্রুটি, প্লেনের জরুরি অবতরণ
অনলাইন ডেস্ক

উড্ডয়নের পরে ইঞ্জিনে ত্রুটি, প্লেনের জরুরি অবতরণ

বড় বিপত্তি থেকে রক্ষা পেল পাটনা থেকে দিল্লিগামী প্লেন। শুক্রবার (৪ আগস্ট) সকালে পাটনা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইন্ডিগোর প্লেনটি। কিন্তু মিনিট কয়েকের মধ্যেই প্লেনটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে পাটনা বিমানবন্দরেই ফের নামিয়ে আনা হয় যাত্রীবাহী প্লেনটিকে।

তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। পাটনা বিমানবন্দরের পক্ষ থেকে জানা গেছে, যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ন’টা নাগাদ বিহারের পাটনা বিমানবন্দর থেকে দিল্লিগামী ইন্ডিগোর প্লেনটি ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়েই রওনা দেয় যাত্রীবাহী প্লেনটি।

কিন্তু আকাশে ওড়ার পরেই এটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ১১ মিনিটের দিকে পাটনা বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হয় এটিকে। পরে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় প্লেন থেকে।

প্রাথমিকভাবে জানা গেছে, উড্ডয়নের ঠিক পরেই বিকল হয়ে যায় প্লেনের একটি ইঞ্জিন। সেই জন্যই তড়িঘড়ি প্লেনটি নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাটনা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, আপাতত বিমানবন্দরে সব সার্ভিস স্বাভাবিক রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন