চীনের কাছে গোপন তথ্য সরবরাহ, দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar চীনের কাছে গোপন তথ্য সরবরাহ, দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৩ ১৬:০০
চীনের কাছে গোপন তথ্য সরবরাহ, দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার
অনলাইন ডেস্ক

চীনের কাছে গোপন তথ্য সরবরাহ, দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে মার্কিন দুই নৌবাহিনীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

বলা হয়েছে, ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও এর বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিওর বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যজন হলো জিনচাও ওয়েই। তার বয়স প্রকাশ করা হয়নি। জিনচাও ওয়েই এর বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান দিয়েগোতে বলেছেন, তাদের কর্মকাণ্ডের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ঝাও চীনা হ্যান্ডলারকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্টবিষয়ক তথ্য ও সান ক্লেমেন্তে মার্কিন নৌ সুবিধার নিরাপত্তার বিস্তারিত পাঠানোর জন্য অভিযুক্ত।

অন্যদিকে ওয়েই ইউএসএস এসেক্স, একটি উভচর হামলাকারী জাহাজ, এসেক্সের অস্ত্র, শক্তি কাঠামো ও অপারেশনগুলোর কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়ালসহ অন্যান্য আমেরিকান যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য অভিযুক্ত।

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির একটি আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে। এসময় আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট।

সংক্ষিপ্ত শুনানিকালে ট্রাম্প খুব শান্তভাবে কথা বলেছেন। পাশাপাশি তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত নন বলেও জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন