দুপচাঁচিয়ায় ঔষধ দিয়ে ধানের চারা নষ্টের অভিযোগ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ঔষধ দিয়ে ধানের চারা নষ্টের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৩ ২৩:০৪
দুপচাঁচিয়ায় ঔষধ দিয়ে ধানের চারা নষ্টের অভিযোগ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ঔষধ দিয়ে ধানের চারা নষ্টের অভিযোগ

দুপচাঁচিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে গত ৩আগস্ট বৃহস্পতিবার ঔষধ দিয়ে ধানের চারা নষ্ট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চারা মালিক মিঠন রহমান বাদী হয়ে ৩জনকে আসামী করে গত ৫আগস্ট শনিবার দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 
থানার অভিযোগসূত্রে জানা যায়, দুপচাঁচিয়া পৌর এলাকার পাইকপাড়া মহল্লার মিঠন রহমান(৩৩) এর সঙ্গে একই মহল্লার মেহেরুল ইসলাম(৪০), মোঃ  মনোজ(৪৫)  ও মোঃ সাইম(২০) এর সঙ্গে জমিজমা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জের ধরে ঘটনারদিন কোনো এক সময়ে মিঠনের ধানের চারা নষ্ট করার উদ্দেশ্যে মেহেরুল ইসলাম ঔষধ দেয়। বিষয়টি মিঠন জানতে পেরে তার বাবাকে জানালে মিঠনের বাবা আব্দুল হান্নান এদিন বিকাল ৫টায় মেহেরুলকে ধানের চারায় ঔষুধ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করেন। এ নিয়ে মিঠনের বাবার সাথে তার বাকবিতন্ডা হলে বিবাদীরা একত্রিত হয়ে মিঠনের বাবাকে অকথ্যভাষায় গালিগালাজ সহ মারপিট করার জন্য উদ্যত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ৫আগস্ট শনিবার সকালে বিবাদীরা পুনরায় মিঠনের বসতবাড়ীতে এসে মিঠনের বাবা ও চাচাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। এ সময় মিঠনের বাবা ও চাচা দরজা আটকিয়ে বাড়ির ভিতরে গেলে বিবাদীরা আমাদের দরজায় ধাক্কাধাক্কি করে হুমকি দিয়ে চলে যায়। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন