
বগুড়ার গাবতলীতে ৫কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ জাকির (৩২) ও লোকমান (৫০) নামের দুই ব্যবসায়ীকে বগুড়া নিশিন্দারার অপস্ এন্ড ইন্টেলিজেন্স সেল, ৪ এর এসআই (নিঃ) নির্মলেন্দু ঢাকমাসহ সঙ্গীয় ফোর্স।
অপর একজন পালিয়ে গেছে। গতকাল শনিবার উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের হাসেন প্রামানিকের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে সকাল সাড়ে ৬টায় তাদেরকে গ্রেফতার করে থানা আনে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ২নং চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে জাকির এবং চট্রগাম জেলার দক্ষিন রাঙ্গুনিয়া থানার ৪নং পদুয়া ইউনিয়নের দাড়িকুপ গ্রামের মৃত খুল্যা মিয়ার ছেলে লোকমান আহম্মেদ। তাদেরকে প্রাইভেট কার থেকে নামিয়ে নেয়ার সময় তারা ৩জন দৌড়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন এর পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপর একজন পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকারের সঙ্গে কথা বললে তিনি বলেন, জাকির ও লোকমান এর বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন