
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে উত্তরবাহিনী পৌর মহাশ্মশান প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উত্তরবাহিনী পৌর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক ও শেরপুর পৌরসভার কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু, শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, সাংবাদিক সবুজ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুজিত বসাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পরিতোষ কর্মকার তপু, শেরপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শুভ কুন্ডু, মিঠুন সরকার, শ্মশানের তত্ত্বাবধায়ক প্রমোদ সরকার সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন