নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ২২:১৫
নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫আগস্ট) বিকেলে উপজেলার দাসগ্রাম মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ১নং বুড়ইল ইউনিয়নের  চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথিদের ভিতর ছিলেন আওয়ামী লীগ নেতা মহসিন আলী, সাবেক মেম্বার কুরবান, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি  জাহাঙ্গীর আলম বাদশাহ,জহুরুল ইসলাম, সুদর্শন প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী  কুরবান আলী, অনিল। অন্যান্যদের ভিতর উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গৌতম মাহাতো, সহ-সভাপতি সাধন মাহাতো, আইন বিষয়ক সম্পাদক অমল মাহাতো, দিনেশ মাহাতো, শখেন মাহাতো,সুদেব মাহাতো প্রমুখ। উক্ত খেলায় দাসগ্রাম বৃন্দাবন পাড়া সালুকা  পাড়াকে ০১ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। বিজয়ী দলকে একটি ছাগল ও রানার্স  আপ দলকে  ১টি রাজহাঁস পুরস্কার হিসেবে দেয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন