কফিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী গ্রেফতার | Daily Chandni Bazar কফিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৩ ১৬:১৮
কফিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী গ্রেফতার
অনলাইন ডেস্ক

কফিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী গ্রেফতার

স্বামীকে হত্যার উদ্দেশ্য কফিতে নিয়মিত বিষাক্ত পদার্থ মিশাতেন স্ত্রী। কয়েক মাস ধরে তিনি এই কাজ করেছেন। এই অপরাধের অভিযোগে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ডিগ্রি হত্যার চেষ্টার অভিযোগে এরইমধ্যে মেরোডি ফেলিকানো জনসন নামের ওই নারীকে অভিযুক্ত করা হয়েছে।

আদালতের তথ্য অনুযায়ী, গত মার্চে তার স্বামী রোবি জনসন কফিতে অন্যরকম স্বাদ অনুভব করেন। তখন তারা জার্মানিতে অবস্থান করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, জনসন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত ছিলেন। এই দম্পতির এক সন্তান রয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, জনসন তার কফির পাত্রে উচ্চ মাত্রার ক্লোরিন রয়েছে তা আবিষ্কার করতে পুল টেস্টিং স্ট্রিপ করেছিলেন।

প্রথমদিকে স্বাদে পরিবর্তন পাওয়ার পর কফি খাওয়া বন্ধ করে দেন। কিন্তু এমন ভান করেন যাতে তার স্ত্রী বুঝতে পারেন যে তিনি নিয়মিত কফি খাচ্ছেন। কারণ জনসনের উদ্দেশ্য ছিল বিমান ঘাঁটিতে পৌঁছে তারপর মামলা করা।

তদন্তকারীদের জনসন বলেন, তার বউয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে তিনি বেশ কয়েকটি গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন। ফুটেজে দেখা গেছে, তার স্ত্রী নিয়মিত ব্লিচ প্রক্রিয়া করে কফি মেকারে দিতো।

মূলত ফুটেজগুলো পুলিশের কাছে হস্তান্তরের পর এই ব্যাপারে তদন্ত শুরু হয়। জনসন পুলিশকে জানিয়েছেন, তার মৃত্যু থেকে সুবিধা নিতেই এই হত্যা চেষ্টা চালানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন