গাবতলীতে ৩০টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর | Daily Chandni Bazar গাবতলীতে ৩০টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৩ ২২:১৫
গাবতলীতে ৩০টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে ৩০টি ভূমি ও গৃহহীন 
পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন- ০২ প্রকল্পের আওতায় একযোগে দেশের ২২,১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। সেইসাথে বগুড়ার গাবতলী উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষনা করেছেন। এলক্ষ্যে গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের ইছামতি হলরুমে জমিসহ বাসগৃহের চাবি হস্তান্তরের আয়োজন করা হয়। ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে ও এসিল্যান্ড মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন। আরো বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মেদ, আরএমও ডাঃ নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক অফিসার জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ইউনুস আলী ফকির, শহীদুল ইসলাম বাবু, মজিবর রহমান আলতাব প্রমুখ। শেষে গাবতলীতে ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে জমিসহ গৃহের চাবি হস্তান্তর করা হয়। জমিসহ নতুন ঘর পেয়ে অনেক খুশি এই ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। সেইসাথে পরিবারগুলো সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করলেন প্রধানমন্ত্রীর জন্য। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন