নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট | Daily Chandni Bazar নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৩ ২২:৪৫
নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী দুই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় পৌর সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশ গ্রহণকারী দল ইউসুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-৩ গোলে পরাজিত করে নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের খেলায় মাটিহাঁস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে পরাজিত করে কৃẲপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুল হক, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, মোছা, সিরাজুন্নেছা, আশরাফ আলী, উর্মি তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, হেলাল উদ্দিন, শ্রমিকলীগ নেতা শাহিনুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান ও সহকারি শিক্ষক ছাইদুর রহমান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন