হোস্টেলের তিনতলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, সন্দেহে র‍্যাগিং | Daily Chandni Bazar হোস্টেলের তিনতলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, সন্দেহে র‍্যাগিং | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৩ ১৭:১৪
হোস্টেলের তিনতলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, সন্দেহে র‍্যাগিং
অনলাইন ডেস্ক

হোস্টেলের তিনতলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, সন্দেহে র‍্যাগিং

কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের বারান্দা থেকে পড়ে মারা গেছেন প্রথম বর্ষে এক ছাত্র। তার এমন ‘অস্বাভাবিক মৃত্যু’ ঘিরে দানা বেঁধেছে রহস্য। তিনি বারান্দা থেকে নিজেই ঝাপ দিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কারও হাত রয়েছে তা এখনো নিশ্চিত নয়।

জানা যায়, চলতি বছরেই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন নদীয়া জেলার হাঁসখালীর বগুলা এলাকার বাসিন্দা স্বপ্নদ্বীপ কুণ্ডু। তার বয়স ছিল ১৮ বছর।

গত বুধবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের ‘এ’ ব্লকের তৃতীয়তলার বারান্দা থেকে পড়ে যান স্বপ্নদ্বীপ। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

হোস্টেলের অন্য শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার মধ্যরাতে তারা ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন স্বপ্নদ্বীপ। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্র তিনতলা থেকে কীভাবে পড়লো, তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে অনেকই দাবি করছেন, প্রথম বর্ষের ওই ছাত্র র‍্যাগিংয়ের শিকার হয়ে থাকতে পারেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন