ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা | Daily Chandni Bazar ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৩ ১৭:১৭
ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক

ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা

নির্বাচনের মাত্র ১০ দিন আগে ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) দেশটির রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারাভিযানের সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। দেশটির প্রেসিডেন্ট গুইলার্মো ল্যাসো হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজধানীর ক্যালেগিও অ্যান্ডারসন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে। ফের্নান্দো ভিয়াভিসেনসিওর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়ার ঘোষণা দিয়েছেন গুইলার্মো ল্যাসো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) টুইটে ল্যাসো লিখেছেন, ফার্নান্দোর স্মৃতি এবং তার যে সংগ্রাম তা স্মরণীয় করে রাখতেই আমি নিশ্চয়তা দিচ্ছি যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সংঘবদ্ধ অপরাধ অনেক বেড়ে গেছে, কিন্তু আইন তার সমস্ত শক্তি নিয়ে তাদের পেছনে লেগেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভিয়াভিসেনসিও ইকুয়েডরের পার্লামেন্টের সাবেক সদস্য। ঘটনার সময় আরও বেশ কয়েকজন আহত হন।

তার প্রচারের দায়িত্বে থাকা ম্যানেজার প্যাট্রিসিও বলেন, ইকুয়েডরের মানুষ কাঁদছেন। রাজনীতির কারণে এভাবে যেন কারো মৃত্যু না হয়।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশের গুলিতে মারা গেছে।

উল্লেখ্য, ফার্নান্দো ছিলেন সাবেক সাংবাদিক ও গত ছয় বছর ধরে পার্লামেন্টের সদস্য। প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন করছিল বিল্ড ইকুয়েডর মুভমেন্ট। তার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে। সম্প্রতি তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন