২০ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার | Daily Chandni Bazar ২০ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৩ ১১:১৯
২০ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
জয়পুরহাট ব্যুরোঃ

২০ বছর পর হত্যা মামলার  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অছির উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব) । বৃহস্পতিবার দুপুরে তাকে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা থেকে গ্রেফতার  করা হয়। 

গ্রেফতারকৃত অছির উদ্দিন জেলার কালাই উপজেলার মোলামগাড়ি এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রী আঞ্জুকে চাতাল থেকে বানগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে মোলামগাড়ি এলাকার একটি ধান ক্ষেতে আঞ্জুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ ডিসেম্বর নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেসময় থেকে অছির পলাতক ছিলেন ।

এদিকে ২০২৩ সালের ৩১ জুলাই  অছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন জয়পুরহাট দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। এরপর আজ বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা তাকে গ্রেফতার  করে র‌্যাব।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন