মান্দায় ধানখেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ | Daily Chandni Bazar মান্দায় ধানখেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৩ ২২:৫৩
মান্দায় ধানখেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় ধানখেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়। লাশের গায়ে হাফ চেকসার্ট ও পরনে চেক লুঙি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন