ধুনটে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ২৩:১৭
ধুনটে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক

ধুনটে গাছের পাতা পাড়তে গিয়ে 
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে কাঠাঁল গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের চান্দারপাড়া নামকস্থানে এই ঘটনা ঘটে। নিহত যুবক মিশু ধুনট পৌর এলাকার চান্দারপাড়া গ্রামের গোলবার হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিশু তার বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে উঠে পাতা পাড়ছিল। এসময় ওই গাছের উপর দিয়ে টাঙ্গানো বৈদ্যুতিক তাতের সঙ্গে স্পর্শ লাগলে সে গাছ থেকে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন