ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে অন্যকে পিতা বানিয়ে জমি জবর দখলের অভিযোগ | Daily Chandni Bazar ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে অন্যকে পিতা বানিয়ে জমি জবর দখলের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ২৩:৪৪
ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে অন্যকে পিতা বানিয়ে জমি জবর দখলের অভিযোগ
ষ্টাফ রিপোর্টার

ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে অন্যকে পিতা বানিয়ে জমি জবর দখলের অভিযোগ

নওগাঁয় ভোটার আইডি পরিবর্তন করে নিজের নাম ঠিকানা বাদ দিয়ে অন্যের নাম ঠিকানা ব্যবহার করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে দানেস আলী নামে এক যুবকের বিরুদ্ধে। জমি জবর দখল করে বিক্রি করার পায়তারা চালাচ্ছে ওই যুবক। জমির মালিক বিয়ষটি জানান পর বাধা দিতে গেলে তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।
জানা যায়, উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রিয়াজ উদ্দীন ও সুফিয়ার পরিবারের নয় সন্তানের মধ্য ৬নং সন্তান দানেস আলী। একই এলাকার ময়েজ উদ্দীনের ও রাবিয়া বেগম দম্পতির বসায় দীর্ঘদিন ধরে দানেস আলী কাজের লোক হিসাবে কর্মরত ছিলেন। সেই সুবাদে ময়েজের পরিবারের সঙ্গে দাসের সু-সম্পর্ক গড়ে ওঠে। ময়েজ উদ্দীন মারা যাওয়ার কিছু দিন পরে দানেস তার নাম ও ঠিকানা পাদ দিয়ে ময়েজের নাম ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (৬৪১৮৫৬৩২৯৭১০৫) তৈরি করে। নিজেকে ময়েজ উদ্দীনের ছেলে হিসেবে পরিচয় দিয়ে তারঁ জমি জবর দখলের চেষ্টা করে। ময়েজে ছেলে সন্তানেরা তাকে বাঁধা দিয়ে তিনি তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
ময়েজ উদ্দীনের ছোট ছেলে আব্দুর রাজ্জাক বলেন, আমরা বাবার তিন সন্তান। দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানের ইউনিয়ন পরিষদ থেকে আমাদের ওয়ারীশান সনদ আছে। দানেস আমাদের পরিবারে দীর্ঘদিন ধরে কৃষি শ্রমিকের কাজ করতেন। কাজ করার সুবাদে তার সাথে পরিবারের সুস্পর্ক গড়ে ওঠে। আমার বাবা তাকে নিজের সন্তানের মত স্নেহ করতেন। আমরাও তাকে সুব ভালোবাসতাম। আমার পিতার মৃত্যু পর সে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ময়েজ উদ্দীনের সন্তানের পরিচয় দিয়ে আমাদের জমি জবর দখল করতে শুরু করে। আমরা বাধা দিয়ে আমাদেরকে নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন