রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শিশুসহ নিহত ৭ | Daily Chandni Bazar রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শিশুসহ নিহত ৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৩ ১৪:৪০
রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শিশুসহ নিহত ৭
অনলাইন ডেস্ক

রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শিশুসহ নিহত ৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের দুটি গ্রামে রুশবাহিনী গোলাবর্ষণ করেছে। এতে ২৩ দিন বয়সী শিশুসহ ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রিমিয়ান উপদ্বীপের সাথে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী কের্চ ব্রিজে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করার জন্য রাশিয়া ইউক্রেনকে "সন্ত্রাসী" হিসাবে অভিযুক্ত করার একদিন পরে এই গোলাবর্ষণ ঘটে।

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো বলেছে, শায়রোকা বালকা গ্রামে হামলায় এক দম্পতি, তাদের ২৩ দিনের শিশু এবং অন্য একজন নিহত হয়েছে। এ ছাড়া ওই দম্পতির ১২ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়।

মারিউপোলের ইউক্রেনীয় মেয়রের একজন সহযোগী জানিয়েছে, রোববার রাশিয়ান ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে লড়াইয়ে বেশ কয়েকজন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী গত নভেম্বরে এই অঞ্চলের পশ্চিম অংশ পুনরুদ্ধার করেছে কিন্তু রাশিয়ান সৈন্যরা ডিনিপ্রো নদীর ওপার থেকে এলাকাটিতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন