নামুজায় ৬৫ বছরের এক বৃদ্ধ কর্তক ৮বছরের শিশুর যৌন হয়রানি, থানায় মামলা আটক-১ | Daily Chandni Bazar নামুজায় ৬৫ বছরের এক বৃদ্ধ কর্তক ৮বছরের শিশুর যৌন হয়রানি, থানায় মামলা আটক-১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৩ ২১:৫৫
নামুজায় ৬৫ বছরের এক বৃদ্ধ কর্তক ৮বছরের শিশুর যৌন হয়রানি, থানায় মামলা আটক-১
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজায় ৬৫ বছরের এক বৃদ্ধ কর্তক ৮বছরের
 শিশুর যৌন হয়রানি, থানায় মামলা আটক-১

বগুড়া সদরের নামুজায় ৬৫ বছরের এক বৃদ্ধ কর্তক ৮বছরের শিশুর যৌন হয়রানি করার অভিযোগে, থানায় মামলা আটক-১। জানা যায়, নামুজা ইউনিয়নের চকরাপুর গ্রামের আফছার আলী (৬৫), বাংলাবাজার ইটের ভাটায় কাজ করত। সেই সুবাদে পাশের বাড়ীর সোহেল এর ৮ বছরের শিশু কন্যার সঙ্গে পরিচয়। সেই সুবাদে ওই বৃদ্ধ শিশুকে সাপ দেখানোর কথা বলে ইট ভাটার ভিতরে নিয়ে গিয়ে যৌন হয়রানি করে। ওই শিশু ঘটনাটি বাড়িতে এসে জানান, এর প্রেক্ষিতে বাড়ীর লোকজন ওই বৃদ্ধকে আটক করে পুলিশে সংবাদ দেয়। বগুড়া সদর থানার এসআই জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন