গাবতলীতে দোকানঘরের তালা ভেঙ্গে জবরদখলের চেষ্টা | Daily Chandni Bazar গাবতলীতে দোকানঘরের তালা ভেঙ্গে জবরদখলের চেষ্টা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৩ ২২:০০
গাবতলীতে দোকানঘরের তালা ভেঙ্গে জবরদখলের চেষ্টা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে দোকানঘরের তালা
ভেঙ্গে জবরদখলের চেষ্টা

বগুড়ার গাবতলীর দুর্গাহাটায় দোকানঘরের তালা ভেঙ্গে জবর দখলের চেষ্টার ঘটনায় ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে দুর্গাহাটা বাজার এলাকায়। 
জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পনিরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে সাইম চলতি বছরের জুন মাসে বঠিয়াভাংগা গ্রামের কামরুল হাসান মিল্টন ও তার স্ত্রী তাপসি আকতারের নিকট হতে দুর্গাহাটা মৌজার ৩৬৪২ দাগে ২ শতক জমি সহ একটি দোকান কবলামূলে দলিল করে ভোগদখল করে আসছিলেন। গত ১৮ আগষ্ট সন্ধ্যায় ১৫/২০ জনের একটি দুর্বৃত্তের দল উক্ত দোকানঘর তালা ভেঙ্গে সাটারিংয়ে নতুন তালা লাগিয়ে দেয়ার সময় সাইম পুলিশ হেল্প লাইন ৯৯৯ ফোন দিয়ে প্রতিকার চাইলে থানা পুলিশ ঘটনাস্থানে গেলে দুর্বৃত্তের দল পালিয়ে যায়। এ বিষয়ে গাবতলী মডেল থানার এ.এস.আই জাহাঙ্গীর আলম জানায়, দোকান ঘরের তালা ভাঙ্গা ঘটনাটি সত্য। আমি ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছি। মালিক পক্ষ সাইম জানায়, উক্ত দোকান ঘরে কাপড়ের ব্যবসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা বিভিন্ন তৈরী পোষাক ও এম্বডারী সুতা আছে। আমি জানতে পারি প্রতিপক্ষরা অবৈধভাবে ওই দোকান ঘরের মালিকানা দাবী করে আমার ক্রয়কৃত দোকান ঘরের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দিয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন