নন্দীগ্রামে মহাশ্মশানে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন | Daily Chandni Bazar নন্দীগ্রামে মহাশ্মশানে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৩ ২২:০৭
নন্দীগ্রামে মহাশ্মশানে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে মহাশ্মশানে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে পূর্ব কুচাইকুড়ি মহাশ্মশানে নতুন মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। পৌরসভার রাজস্ব অর্থায়নে ২লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। একইসঙ্গে মহাশ্মশানে আধুনিক চিতার (চুল্লি) উদ্বোধন ও বৃক্ষ রোপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক ফিরোজ কামাল ফারুক, মন্দির কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র, সাধারণ সম্পাদক নিবাস চন্দ্রসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন