বগুড়ায় কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ মঞ্চস্থ | Daily Chandni Bazar বগুড়ায় কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ মঞ্চস্থ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৩ ২২:১০
বগুড়ায় কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ মঞ্চস্থ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ মঞ্চস্থ

বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির আয়োজনে কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার রাতে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে নঈম হাসান রচিত মনোয়ারুল ইসলামের নাট্যরুপে, এম জামান নির্দেশিত কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ দেখতে সাধারণ দর্শকদের উপচেপড়া ভিড় ছিলো। হলভর্তি দর্শক সত্য ঘটনা অবলম্বনে রচিত কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ দেখে প্রশংসা করেন। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি রোটাঃ পকৌশলী মনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতি বগুড়ার আহবায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া বীট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দীন সৈকত, বগুড়ার স্পেশাল পিপি (সাবেক) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এড. মনতেজার রহমান মন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া শজিমেকের ডেন্টাল সার্জন ডাঃ মোঃ আজিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার কার্যকরী সদস্য প্রকৌশলী কামরুল হাসান মনি। 
কাব্য আলেখ্য কিশোর মানিকের মুক্তিযুদ্ধ মঞ্চস্থ শেষে গল্পের রচিয়তা নঈম হাসান নাট্যরুপ মনোয়ারুল ইসলামের, নির্দেশক এম জামানসহ সকল অভিনেতাদের বিশেষ ক্রেস্ট সংবর্ধনা জানানো হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন