
বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজের কর্মচারীদের প্রতারণার শিকার হয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি অন্ততঃ ১৫ শিক্ষার্থী যে ঘটনায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে সারাদেশে। তবে শনিবার আকষ্মিক অভিযানে এই প্রতারণার সাথে জড়িত অভিযুক্ত তিন কর্মচারীকে কলেজ ক্যাম্পাস থেকে আটক করেছে র্যাব ও পুলিশ।
আটকরা হলেন, কলেজে মাস্টার রোলে কর্মরত মূল অভিযুক্ত হারুনুর রশিদ, অফিস সহায়ক আমিনুর রহমান ও আব্দুল হান্নান। এর মধ্যে হারুনুর রশিদ আর আমিনুর রহমানকে র্যাব ও হান্নানকে পুলিশ আটক করে।
এর আগে শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগের তদন্ত করতে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব হুমায়ন কবিরের নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল কলেজে আসেন। শনিবার দুপুর থেকে তারা কলেজে উপস্থিত ভুক্তভোগী চার শিক্ষার্থী রাশেদুল হক, মিলন হাসান, উম্মে হাবীবা ও শারমিন আক্তারের সাথে কথা বলেন। এই সময় তাদের থেকে আলাদা আলাদা লিখিত জবানবন্দি নেওয়া হয়। পরে কলেজের অভিযুক্ত কর্মচারী হারুন ও হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় জড়িত হিসেবে আমিনুরের নামও উঠে আসে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির সামনে থেকেই র্যাব ও পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন করে কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি তারা। এই সুযোগে তাদের সরকারি শাহ সুলতান কলেজে ভর্তি করানোর প্রলোভন দেখিয়ে টাকা নেন কলেজের দুই অফিস সহায়ক হারুন ও হান্নান। টাকা দেওয়ার পর তাদের প্রত্যেককেই কলেজ প্যাডে দেওয়া হয় ভর্তির রসিদ। এর পর গত দুই বছরে কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছে তারা। হারুনের কাছে শিক্ষার্থীরা পরিশোধ করেছে বেতন ও পরীক্ষার ফি। এমনকি এইচএসসির ফরম পূরণ বাবদ তাদের প্রত্যেকের কাছ থেকে হারুন ৫ হাজার টাকা করেও নেন। এর মধ্যে পরীক্ষা ঘনিয়ে আসার পরও প্রবেশপত্র না পাওয়ায় এই ১৫ শিক্ষার্থী কলেজ অফিসে খোঁজখবর করতে শুরু করে। হারুনের কাছে প্রবেশপত্র বিষয়ে জানতে চাইলে তিনি শুরু করেন টালবাহানা। পরীক্ষার আগেই প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দেন। কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগে ১৫ শিক্ষার্থী কলেজের অফিস রেজিস্টার পরীক্ষা করে জানতে পারে, তাদের ভর্তি প্রক্রিয়াটাই ছিল ভুয়া।
এদিকে আটকের আগে অভিযুক্ত হারুনুর রশিদের সাথে কথা বললে তিনি জানান, সবকিছু অপরাধ করেছি। এরসাথে রাজশাহী শিক্ষাবোর্ডের বিভিন্ন শাখার কয়েকজন জড়িত আছেন। উনারাই বলেছিনে শিক্ষার্থীদের এই প্রক্রিয়ায় ভর্তি করানো সম্ভব। টাকা আমি একা খায়নি। তদন্ত হচ্ছে পরে তিনি সব বলতেও চেয়েছেন। আর হারুনের এমন বক্তব্যের পরই বোঝা চাই এই প্রতারনা চক্রে শুধু হারুন নয় জড়িত রয়েছে কলেজ প্রশাসনের একাধিক ব্যক্তিবর্গসহ শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরও।
তদন্ত কমিটির সাথে সাক্ষাত শেষে ভুক্তভোগী শিক্ষার্থী রাশেদুল হক বলেন, তাদের সব অভিযোগ শিক্ষাবোর্ডের তদন্ত টিম শুনেছেন এবং তারা সমাধানের আশ^াস দিয়েছেন। শিক্ষার্থীরা বিশেষ প্রক্রিয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন