
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে শিবগঞ্জ উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়তে শোককে শক্তিতে রূপান্তরিত করতে জাতীয় শোক দিবস উপলক্ষে ২৫টি বিদ্যালয়ে আড়াই হাজার শিক্ষার্থীদের নিয়ে ২০ই আগষ্ট বৃহস্পতিবার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যার মূল প্রতিপাদ্য ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এবং আমার শিবগঞ্জ। উল্লেখিত শিবগঞ্জ সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,উথলী উচ্চ বিদ্যালয়, কিচক উচ্চ বিদ্যালয়, আটমূল উচ্চ বিদ্যালয়, বিহার উচ্চ বিদ্যালয়, সিহালী উচ্চ বিদ্যালয়, দেউলী উচ্চ বিদ্যালয়, মোকামতলা উচ্চ বিদ্যালয়, হাবিবপুর উচ্চ বিদ্যালয়, বড়িয়ারহাট রহবল বালিকা উচ্চ বিদ্যালয়, করিবাড়ি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ২৫টি উচ্চ বিদ্যালয় এ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিদ্যালয় গুলিতে কুইজ প্রতিযোগিতা নেওয়ার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সহসভাপতি মারুফ রহমান মুঞ্জু, যুগ্ম সম্পাদক হাবিবুল আলম, সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু, মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বেলাল, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিক রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা মিন্টু সহ উপজেলা আওয়ামী, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগ নেতাবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন