শাজাহানপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ | Daily Chandni Bazar শাজাহানপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৩ ২৩:১৬
শাজাহানপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ এলাকায় রাতারাতি টিনের বেড়া তুলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।আদালতে মামলা চলমান জমিতে জোরপূর্বক ঘর তুলতে নিষেধ করাই ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ করেছেন রহিমাবাদ এলাকার মৃত নাছের আলী স্ত্রী পিয়ারা বেওয়া। 
একই এলাকার আঃ মজিদ ছেলে রাসেল (৩০) ও রাশেদ (৩৫) এবং মৃত ময়না ছেলে শফিকুল ইসলাম (৫০) বিরুদ্ধে  শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পিয়ারা বেওয়া। 
অভিযোগ উল্লেখ করেন,উপজেলার রহিমাবাদ এলাকার আঃ মজিদ ছেলে রাসেল (৩০) ও রাশেদ (৩৫), মৃত ময়না ছেলে শফিকুল ইসলাম জোরপূর্বক আমার স্বামী ক্রয়কৃত জমিতে গত ০৭ আগস্ট ২০২৩ ইং তারিখে ও ১৮ আগষ্ট ২৩ তারিখে সিমেন্ট এর খুটি, কাঠ,বাটাম দিয়ে বেড়া দিয়ে অবৈধভাবে দখলে চেষ্টা করে।আমি নিষেধ করতে গেলে আমাকে সহ আমার ছেলে কামরুজ্জামান কে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এ বিষয়ে বিবাদী রাসেল ও রাশেদ জমি দখল ও হুমকি বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে বলেন পৈতৃক সূত্রে আমারা এ জমি ভোগদখল করে আসছি।আমাদের জমিতে টিউবওয়েল ছিল সেখানে বেড়া দেওয়া হচ্ছে।কোন দখল করা হয়নি।তারপরও তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ জমির মামলা দিয়ে ছিল সেখানে আমারা রায় পাবো।
বাদীর ছেলে কামরুজ্জামান বলেন,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক আমাদের জমি দখল করছে।আমরা এটার ন্যায় বিচার চাই।
শাজাহানপুর থানার এ এস আই আব্দুল হালিম  জানান, এ ঘটনায় জমিজমা সংক্রান্ত উভয় পক্ষে থেকে অভিযোগ দিয়েছিল।সরেজমিনে তদন্ত করে উভয় পক্ষে শান্ত থাকতে বলা হয়েছে। দ্রুত সময়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন