ধুনট মডেল প্রেসক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন | Daily Chandni Bazar ধুনট মডেল প্রেসক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ২০:৫১
ধুনট মডেল প্রেসক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট মডেল প্রেসক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাব ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার বিকেলে ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন এমপি পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের যুগ্ন আহবায়ক আলহাজ¦ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আ’লীগ নেতা আনিছুর রহমান, সিরাজুল হক লিটন, এমএ তারেক হেলাল, রানাউল আমিন, যুবলীগ নেতা আলিম আল বুলেট, আতিকুর রহমান, সবুজ হাসান সালমান, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাবেক সদস্য সচিব ফজলে রাব্বি শুভ, দপ্তর সম্পাদক শাওন ইসলাম সুমন, সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক জুয়েল রানা, কোষাধ্যক্ষ রবিউল হাসান, কার্যনির্বাহী সদস্য গোবিন্দ রায়, শাহ আলম জীবন, রিকো হাসান সহ জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্যবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন