শেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় আটক ১ | Daily Chandni Bazar শেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় আটক ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ২১:০৪
শেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় আটক ১
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-

শেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় আটক ১

বগুড়ার শেরপুরে নবম শ্রেণীর শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (২৫ আগস্ট) রাতে শেরপুর থানায় মামলা দায়ের করার পর শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রাম থেকে ধর্ষক নাঈম সিদ্দিকী (২০) কে আটক করেছে খানা পুলিশ।

অভিযোগে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী উচরং বন্দে আলি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। সে শহরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ নামক প্রতিষ্ঠানে গিয়ে বিকেলে কোচিং করতো। স্কুলে এবং কোচিং-এ যাওয়া আসার সুবাদে একই গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক এর ছেলে নাঈম সিদ্দিকী ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে ভুক্তভোগীর অভিযোগ মোতাবেক তার বাবা-মা ছেলের অভিভাবক কে বিষয়টি জানায়। এতে নাঈম সিদ্দিকী ক্ষিপ্ত হয়ে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন ১ আগস্ট ভুক্তভোগী কোচিং করে বাড়ি ফেরার সময় আনুমানিক সাড়ে ৬ টায় নাঈম সিদ্দিকীর বাড়ির সামনে পৌছালে নাঈম তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী ছাত্রী তাকে বিয়ের কথা বললে ভুলভাল  বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বিয়ে করা নিয়ে দীর্ঘদিন তালবাহানা করায় ২৫ আগস্ট ভুক্তভোগীর মা মোছা. সপ্না বেগম বাদী হয়ে ধর্ষক নাইম সিদ্দিকীর বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, অভিযোগটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সং/ ৩) ৯এর(১) ধারায় মামলা দিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন