শেরপুর উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের কমিটি গঠন | Daily Chandni Bazar শেরপুর উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের কমিটি গঠন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ২১:০৯
শেরপুর উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের কমিটি গঠন
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-

শেরপুর উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের কমিটি গঠন

বগুড়ার শেরপুর উপজলো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬আগস্ট) দুুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মাহবুব সোবহানের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব আফাজ উদ্দিন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা সিএইচসিপি এসোসিয়েশনের আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক সোহেল রানা, ইসরাফিল হোসেন, সদস্য রাশেদুল হক, শেরপুর উপজেলার সিএইচসিপি মনিরুজ্জামান প্লাবন, জাহিদুল ইসলাম হ্যাপি প্রমূখ।

আলোচান শেষে মো. নুরুল ইসলাম সভাপতি, রবিউল ইসলাম সাধারণ সম্পাদক, লোকমান হাকিম সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসেন অর্থ বিষয়ক সম্পাদক ও মোছা. ববি খাতুন কে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন